মোহামেডানকে জেতালেন সাকিব
7:30:48 PM
প্রথম দিনের সেরা সাকিব
ঢাকা প্রিমিয়ার লিগ এবার টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হচ্ছে। আর প্রথম দিনেই বৃষ্টির বাগড়া! প্রকৃতি বাধা হয়ে ওঠায় দুটি ম্যাচ শেষ করা যায়নি। দুটি ম্যাচ খেলতে হয়েছে ওভার কমিয়ে। এর মধ্যেই জাতীয় দলের তিন তারকা নিজেদের চিনিয়েছেন ম্যাচ জেতানো পারফরম্যান্সে। আবার ব্যর্থ হয়েছেন অনেক তারকাই। ওদিকে মোহাম্মদ আশরাফুল, তাসামুল হক ও তরুণ মাহমুদুল হাসান জয়ের মতো অনেকেই আলো ছড়িয়েছেন আজ।
মোহামেডানকে জেতালেন সাকিব
বিকেএসপিতে লো স্কোরিং ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ব্যাটিংয়ে পাঠানো সাকিব নতুন বল হাতে তুলে নিয়েছিলেন। প্রথম স্পেলে উইকেট পাননি। কিন্তু রান আটকে রাখার কাজটা ভালোভাবেই করেছেন। পেসার আবু জায়েদ ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। দ্বিতীয় স্পেলে এসে ২ উইকেট নেওয়া সাকিব প্রতিপক্ষকে ১২৫ রানে আটকে রেখেছেন। ২ উইকেট নিতে সাকিব খরচ করেছেন ২৯ রান।
১২৬ রানের লক্ষ্যে নেমে মোহামেডানকে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে। ব্যাটিংয়েও দায়িত্ব নিতে হয়েছে সাকিব। ওপেনার পারভেজ হোসেন ৩৯ রান করলেও মাঝের ওভারে ২২ বলে ২৯ রান করা সাকিবই মোহামেডানকে পথে রেখেছেন। শেষ ওভারে ৬ রান দরকার ছিল মোহামেডানের। পেসার আবু হায়দার ৪ বলে ৮ রান নিয়ে ১ বল আগে ৩ উইকেটের জয় এনে দিয়েছেন।