ভারতীয়দের অক্সিজেন কিনতে ৪১ লাখ রুপি দেবেন ব্রেট লি

 উত্তরসূরিরা সাধারণত পূর্বসূরিদের পথে হাঁটেন। কিন্তু ব্রেট লি হাঁটলেন উত্তরসূরির দেখানো পথে। উত্তরসূরি প্যাট কামিন্সের দেখানো পথে হাঁটলেন পূর্বসূরি লি।



করোনাভাইরাস মহামারিতে ভারতজুড়ে মৃত্যুর মিছিল চলছে। অক্সিজেনের চরম সংকট চলছে সেখানে। দেশটির সংবাদমাধ্যম কাল জানায়, ভারতের হাসপাতালগুলোতে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর তহবিলে ৫০ হাজার ডলার (প্রায় ৪২ লাখ টাকা) দান করেন কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান পেসার কামিন্স।

আজ জানা গেল, অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি-ও ভারতের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ভারতে সংক্রমিতদের অক্সিজেনের অভাব মোচনে তিনি দান করবেন ১টি বিটকয়েন।