মাইক্রোসফটে সত্য নাদেলার ক্ষমতা বেড়ে গেল
মাইক্রোসফটে সত্য নাদেলা এত দিন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন। এবার আরও এক ধাপ এগোলেন তিনি। সিইওর পাশাপাশি গতকাল বুধবার তাঁকে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদেরও চেয়ারম্যান করা হয়।
CNN এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে Microsoft প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন সত্য নাদেলা। দায়িত্ব গ্রহণের পর বিগত বছরগুলোতে তিনি উইন্ডোজ-নির্ভরতা কমিয়ে মাইক্রোসফটকে Cloud কম্পিউটিং খাতে এগিয়ে নেন। এতে প্রতিষ্ঠানটির আয় যেমন বাড়তে থাকে, তেমনই বাজারমূল্য বেড়ে দুই লাখ কোটি ডলারের কাছাকাছি পৌঁছেছে।
এক নারী সহকর্মীর সঙ্গে বিল গেটসের ২০০০ সালের দিকের একটি সম্পর্কের খবর প্রকাশ পায় গত মাসে। বিল তখন মাইক্রোসফট বোর্ডের চেয়ারম্যান ছিলেন। দুই বছর আগে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পরিচালনা পর্ষদ। এরপর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান বিল গেটস। যদিও দুটি বিষয় সম্পূর্ণ আলাদা বলে জানিয়েছেন তাঁর এক মুখপাত্র।
নারী সহকর্মীর সঙ্গে বিল গেটসের সম্পর্কের ঘটনাটি প্রকাশ পায় মেলিন্ডা ফ্রেন্স গেটসের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যে।
নারী সহকর্মীর সঙ্গে বিল গেটসের সম্পর্কের ঘটনাটি প্রকাশ পায় মেলিন্ডা ফ্রেন্স গেটসের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যে।
সে থেকে কর্মপরিবেশ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে মাইক্রোসফট। গত বুধবার যৌন হয়রানি রোধে আরও উদ্যোগী হতে প্রতিষ্ঠানটির এক বিনিয়োগকারী আবেদন জানান। বলেন, শীর্ষ কর্মকর্তাদের ঠিক করা সংস্কৃতি পরীক্ষা করে দেখা উচিত।
বিল গেটসের ব্যাপারে সিএনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে গত মাসে সত্য নাদেলা বলেন, ২০০০ সালের Microsoft আর ২০২১ সালের মাইক্রোসফট এক নয়।