স্ত্রী লোকের হ্রদয় পুরুষের চেয়ে দ্রূত গতিতে স্পন্দিত হয়


  1. আমেরিকান মিসেস লরেন লোহার তৈরি ফুসফুস নিয়ে ৩৭ বছর ৫৮ দিন বেঁচে ছিলেন।
  2. ক্যালিফোর্নিয়ার হুইলার পার্কে একটি পাইন গাছ আছে যার বয়স ৫০০০ বছর।
  3. এক সময় জাপানের লোকেরা পোশাকের পরিবর্তে নিজেদের সারা শরীর উল্কি একেঁ ঢেকে নিত।
  4.  আমেরিকায় যত ডিম উৎপন্ন হয় এর দ্বারা সারা দুনিয়া জুড়ে একটা বেষ্টনি তৈরি করা যাবে।
  5.  চাঁদের পাথরগুলি পরীক্ষা করে দেখা গেছে সেগুলি ৪৭২০ লক্ষ বছরের প্রাচীন।
  6.  ব্রেনের কোন যন্ত্রনার অনুভূতি নাই এমন কি একে কেটে ফেললেও কোনও যন্ত্রনা হয় না।
  7.  স্ত্রী লোকের হ্রদয় পুরুষের চেয়ে দ্রূত গতিতে স্পন্দিত হয়।
  8.  নরওয়েতে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না।
  9.  সূর্য নামক তারাটির বয়স ৫ বিলিয়ন বছর। এটি আরো ৫ বিলিয়ন বছর বহাল থাকবে।
  10.  ভারতবর্ষের পুরাতন নাম ছিল জাম্বুদ্বীপ।
  11.  পৃথিবীতে সর্বপ্রথম আমেরিকান রাষ্টপতি জর্জ ওয়াশিংটন বাধাঁনো দাঁত ব্যবহার করেছিলেন।
  12.  মানুষের স্যালিভারি গ্রন্তিগুলি দিনে এক লিটার থেকে দেড় লিটার পর্যন্ত থুতু ক্ষরন করে।
  13.  আমাদের চোখের পেশীগুলি দিনে অন্তত ১০০০০০ বার নড়াচড়া করে।
  14.  প্রতিদিন ৭৫ লক্ষ উল্কা পৃথিবীর আবাহমন্ডলে প্রবেশ করে কিন্তু মাটি স্পর্শ করার আগেই সেগুলো নিভে যায়।
  15.  ইংল্যান্ডের টেমস নদীর নীচে সুরঙ্গ আছে।